আজকের শিরোনাম :

নাসিরনগর সরকারি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৯ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১১

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। 

আগামী ২৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আনন্দগণ ও উৎসব মুখরু পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পিঠা উৎসব। এতে প্রায় ৩০টি স্টল অংশগ্রহণ করবে। 

অত্র কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়ীয়া- ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ আলহাজ বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম। সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন সৈয়দ লুৎফুল হায়দার। 

উক্ত পিঠা উৎসব উপলক্ষে আর ও থাকছে ছোটদের জন্য নৃত্যানুষ্ঠান, কর্নসাট, বাউল সংগীত ও পুরস্কার বিতরণী। 

অনুষ্ঠানের কলেজে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রী অভিভাবক সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ সর্বস্তরের অংশগ্রহণ থাকবে বলে পিঠা উৎসব আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। 

এবিএন/মো. আব্দুল হান্নান/গালিব/জসিম 


 

এই বিভাগের আরো সংবাদ