আজকের শিরোনাম :

মাদারীপুরে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৬

মাদারীপুরে হেরোইন রাখার দায়ে মনির হোসেন (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ৩টার সময়ে এ রায় দেন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়ে থাকেন আদালত। দন্ডপ্রান্ত যুবক সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের লাল চান মুন্সির ছেলে।

সরকারি উকিল সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুর ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন ২০১৩ সালের ১৩ আগস্ট বিকেলে সদর উপজেলার হুগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় জনগণের সহায়তায় দন্ডপ্রাপ্তসহ জাকির হোসেনকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

পুলিশ তদন্ত শেষে মনির হোসেন, জাকির হোসেন এবং হেমায়েত মাতুব্বরসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে মনিরকে সাজা প্রদান করেন। রায় প্রদানকালে আসাশি অনুপস্থিত ছিলেন। তবে এদের মধ্যে জাকির হোসেন ও হেমায়েত মাতুব্বরর দোষী প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

 

এবিএন/মাসুদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ