আজকের শিরোনাম :

ডোমারে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭

জেলার ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কে›দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অবহিতকরণ কর্মশালাটির আয়োজন করে।
এমসিএইচ সার্ভিসেস ইউনিট,পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম অনুষ্ঠানে সভাপতিত করেন।

জেলা সিভিল সার্জন ডা: রঞ্জিত কুমার বর্মন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোতালেব সরকার,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: শাহ্জাহান,এমসিএইচ সার্ভিসেস পরিচালক ডাঃ মোঃ শরীফ,উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহীম,উপজেলা প.প. কর্মকর্তা মো: আবু জাফর,মেডিক্যাল অফিসার ডা: সাদিয়া সারজিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

কর্মশালায় ডাক্তার,ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,এফ ডব্লিউ ভি,এফ পি আই,এফ ডব্লিউ এ, স্বাস্থ্য সহকারী, এইচ আই ও সাংবাদিকসহ একশত ৭৫জন কর্মশালায় অংশ গ্রহন করেন। বক্তরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক  প্রসব সেবার উপর জোরদিয়ে এর গুরুত্ব তুলে ধরেন।
 

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ