আজকের শিরোনাম :

রাজারহাটে বাল্যবিয়ের দায়ে বরের জেল জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩

কুড়িগ্রামের রাজারহাটে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার দেবীচরণ গ্রামের বর মো. ছালেম মিয়াকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়পূর্বক তিন মাসের জেল প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও উমরমজিদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করলে বর পালিয়ে যায়। কনে মোছা. মুক্তা আক্তার। বিয়ের আয়োজক মো. আবুল কাশেম, মোছা. গোলাপী বেগম, নুর মোহাম্মদ মিয়াকে আটক করে তাদের প্রত্যেকের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এবিএন/জাহিদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ