আজকের শিরোনাম :

কুয়াকাটায় ভেজাল বিরোধী অভিযানে হোটেল ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২

দেশে চলমান ভেজাল বিরোধী অভিযানে ধারাবাহিক বজায় রেখে পটুয়াকালী র‌্যাব ৮ এর সিপিসি কোম্পানি কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিনের নেতৃত্বে দেশের অন্যতম পর্যটক স্থান কুয়াকাটা সি বি এলাকায় গতকাল ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২০ সকাল থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, পচাঁবাসি খাবার পরিবেশন করায় বেশ কয়টি হোটেল মালিককে অর্থ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মো. মাহাবুবুল আলম। 

তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায়  এ অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।

জরিমানকৃত হোটলগুলো হচ্ছে যমুনা রেস্টুরেন্টের মালিক মো. ওলিউদ্দিনকে ৩০ হাজার, পটুয়াখালীর জয় হোটেল মালিককে গনেশ ২০ হাজার, মা-বাবার দোয়া হোটেল মালিক মোসা. রুমা বেগম ২০ হাজার, খাবার ঘড় মালিক সেলিম মুন্সী ৩০ হাজার, বৈশাখাী মো. ইমাম ৪০ হাজার, মায়ের দোয়া বিরানী হাউজ মো. রাসেদ শরীফ ২০ হাজার এবং জোয়ার ভাটা হোটেল মালিক মো. ফরিদ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখাখালীর সিভি সার্জন কার্যালয়ের সেনেটরী ইন্সেপেক্টর মো. মহিউদ্দিন ইসলাম।

এবিএন/মু. জিল্লুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ