আজকের শিরোনাম :

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন মদনের কৃতি সন্তান নাহিদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  নেত্রকোনার মদন উপজেলার কৃতি সন্তান নাহিদ হাসান সুমন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। 

জানুয়ারি ২০২০ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচন করা হয়। 

গতকাল রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কৃত করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি।

এতে ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে নাহিদ হাসান সুমন কিশোরগঞ্জ জেলায় দুইবার শ্রেষ্ঠ পরিদর্শক হিসাবে নির্বাচিত হয়ে জেলা পুলিশ সুপার হতে ক্রেস্ট প্রধান করেন। এবং তিনি ইতিমধ্যে করিমগঞ্জ থানার সুনাম বয়ে আনছেন করিমগঞ্জ থানার মাদক, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ইভটিজিংমুক্ত ব্যাপক কাজ করে আসছেন।

নাহিদ হাসান সুমন করিমগঞ্জ থানার যোগদানের পর থেকেই পুলিশের কঠোর নজরদারি ও তৎপরতায় দিশেহারা হয়ে পরেছে মাদকসহ জড়িতরা করিমগঞ্জ থানার পুলিশের একের পর এক অভিযানে বড় বড় মাদক চালান ধরা পরেছে।

নাহিদ হাসান সুমন সবার দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত করতে সর্বসময় প্রস্তুত আছেন বলে তিনি জানান।

এবিএন/তোফাজ্জল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ