আজকের শিরোনাম :

ফরিদপুরে ৮৮৮টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬

শিশুকাল থেকে গনতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরেপড়া রোধে সহযোগিতার লক্ষে সারাদেশের ন্যায় ফরিদপুর জেলায় ৮৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার সকাল ১০টায় শহরের ৮১নং হাড়ো–কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়। উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ৭টি পদের জন্য ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭১জন ভোটার তাদের ভোট প্রদান করে ৭জন প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে স্কুলের শিক্ষার্থীরাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন জানান, এ নির্বাচনে পরিবেশ বন রক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতিক, পানি সম্পদ, বৃক্ষ রোপন বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন এই ৭টি দপ্তর নির্বাচিত দের মাঝে বন্টন করা হবে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা দুপুর ১টা পর্যন্ত।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ