আজকের শিরোনাম :

হোসেনপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০

শিশুদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব নির্বাচনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে কিশো হোসেনপুরে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৮ নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট ছোট শিক্ষার্থীরা সারিবন্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ প্রিজাইডিং অফিসার কেউ পোলিং অফিসার আবার কেউ বা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছে। আবার কেউ কেউ শৃঙ্খলা রক্ষার কাজ নিয়োজিত আছে। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো.শাহজাহান কবির ভূইয়া, হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আতাউল বারী, আড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য দিলীপ কুমার রায় প্রমুখ।

এসময় সাথে ছিলেন- এবং হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন এবং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার সরকারসহ শিক্ষকবৃন্দ।

প্রধান শিক্ষকরা জানান, শিশুদের মনে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্ব ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ নির্বাচন হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান জানান, ছোট থেকেই শিক্ষার্থীদের শিশুদের অধিকার দায়িত্ব,গতিশীল নেতৃত্ব তৈরি সম্পর্কে সজাগ করার লক্ষ্যে উপজেলার ১১০টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে।


এবিএন/খায়রুল ইসলামজসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ