আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে এখনও গ্রেফতার হয়নি হত্যা মামলার প্রধান আসামী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আনসার সদস্য মতিন হত্যা মামলার প্রধান আসামী এখনও গ্রেফতার হয়নি। এতে মামলার বাদীসহ পরিবারের লোকজন আতংঙ্কে রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, এ মামলার বাদী শহিদুল ইসলাম হতাহতের ঘটনায় এখনও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 এছাড়াও আরো কয়েকজন পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এ মামলার প্রধান আসামী ওসমান গণিকে গ্রেফতার করতে না পারায় আসামী পক্ষের হুমকী ধামকিতে আতংঙ্কে ভুগছে। অবিলম্বে মামলার প্রধান আসামীসহ মূলহোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসিসহ ভূক্তভোগী পরিবার।

উল্লেখ্য, ৪ জানুয়ারী ওই গ্রামের জমিজমা বিরোধের জের ধরে এক হামলা সংঘর্ষে আনসার সদস্য মতিন নিহত এবং ১৫ জনকে কুপিয়ে জখম করা হয়। এ ব্যাপারে ২৩ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ পর্যন্ত ১১ আসামীকে গ্রেফতার করেছে। অনান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ