আজকের শিরোনাম :

সুনামগঞ্জে বেতন ভাতার দাবিতে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৮

সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জেলা সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে আউটসোসিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মরত কর্মচারীদের ৮ মাস যাবৎ বেতন ভাতাদি দ্রুত পরিশোধ করার দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। 

আজ রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মবিরতি পালন করেন তারা। 

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন সদর হাসপাতালের আউটসোসিং কর্মচারী আমিরুল ইসলাম, আলী হাসান, ইউসুফ আলম, রহুল আমীন, আব্দুল হাই, সালমা বেগম, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বানী চক্রবর্তী, হাসান আলী, ছাতক উপজেলা হাসাপাতাল নুরুল ইসলাম সুমন, সুক্লা দেবনাথ, কৈতক হাসপাতালের সৈয়দ ফয়সল আহমদ লোকমান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রানী বেগম,ইসাক আলী, তাহিরপুর হাসপাতাল মিজানুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য  জুবায়েল আহমাদ প্রমূখ। 

তারা বলেন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে আউটসোসিং পদে চাকুরীতে নিয়োগ পেয়ে প্রায় ১০ মাসের ওপর হতে চলেছে তারা কাজকর্ম করে যাচ্ছেন। কিন্তু এরই মধ্যে ৮ মাস পূর্বে একবার বেতন ভাতা পেলেও গত ৮ মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতন জীবনযাপন করছেন। 

তারা আরো বলেন, এই বেতনভাতার অভাবে পরিাবরের সদস্যরা অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করলেও তাদের কথা কেহ কর্ণপাত করেননি। টাকার অভাবে তাদে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া ও বন্ধ হয়ে গেছে। 

অবিলম্বে তাদের বেতনভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান।  

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ