আজকের শিরোনাম :

পীরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং ভাষা শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধায় ইউএনও রেজাউল করিমের সভপতিত্বে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার¡ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, চঞ্চল।

অপরদিকে উদীচী শিল্পী গোষ্টির আয়োজনে আজাদ স্পোটিং ক্লাব শহীদ মিনার চত্তরে উদীচী সভাপতি ফরিদা বিজলির সভাপতিত্বে আলোচনা সভায় অংশনেন সহকারি অধ্যাপক আসাদুজাম্মান, সাংবাদিক তারেক হোসেন প্রমুখ। পরে এড্যাভোকেট আবু সায়েম রচনা ও পরিচালনায় পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক স্থানিয়  ঘটনা অবলম্বনে নাটক ‘মুক্ত খাচায়’।  
 

এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ