আজকের শিরোনাম :

ঝিনাইদহে বিপি দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬

ঝিনাইদহে স্কাউটস’র জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬৩ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে।

জেলা স্কাউটস’র আয়োজনে আজ শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা স্কাউটস’র সম্পাদক মহিউদ্দিন, জেলা রোভারের সম্পাদক ফিরোজ আল হাসান, জেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ আব্দুল মমিন, এএলটি মুন্সী আবু জাফরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা।

উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।
 

এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ