আজকের শিরোনাম :

পিরোজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৫

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। 

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মৎস্য ও প্রাসিম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের পূষ্প্যমাল্য অর্পণ। 

এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদারসহ নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রেসক্লাব, আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। 

এছাড়া, অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত, প্রভাতফেরী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, একুশ ভিত্তিক কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অন্তর্ভূক্ত রয়েছে। 

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ