আজকের শিরোনাম :

বোদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪

পঞ্চগড়ের বোদায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকালে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি শেষে শিশুদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. লিলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মকলেছার রহমান জিল্লুর। 

আলোচনা শেষে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এছাড়াও উপজেলার প্রত্যক স্কুল, কলেজ ও মাদ্রাসায় পৃথক পৃথকভাবে মহান ২১ ফেব্রুয়ারি ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবিএন/মো. লিহাজ উদ্দীন/গালিব/জসিম 
   


 

এই বিভাগের আরো সংবাদ