আজকের শিরোনাম :

নিকলিতে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬

নিকলিতে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। 

রাত ১২.০১ মিনিটে নিকলি শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং নিকলি উপজেলা বিভিন্ন সংগঠন। 

গতকাল শুক্রবার সকাল ৯টায় একটি র‌্যালি করেন উপজেলা প্রশাসন, র‌্যালি শেষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন। 

নিকলি উপজেলা নির্বাহী অফিসার জনাব সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব মো. আমির হোসেন, বাংলাদেশ কাস্টমস কমিশনার মো. শফিকুল ইসলাম সাগর, নিকলি উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুছ ভুইয়া (জনি) উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইষ চেয়ারম্যান রেজিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত, নিকলি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর ছিদ্দিক, জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন  নিকলি উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। 

এবিএন/জয়দেব আচার্য/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ