আজকের শিরোনাম :

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:১০

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রাত ১২.০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও সকল পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আলাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ্দাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমূখ। 

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

এছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে কলেজ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা ও ভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এবিএন/তোবারক হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ