আজকের শিরোনাম :

কালিয়াকৈরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের শহীদ মিনারে রাত ১২-১ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির নেতৃত্বে প্রথম ফুলের তোরা দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর পরেই উপজেলা প্রশানের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমীনের নেতৃত্ব ফুলের তোরা শহীদ মিনারে দেওয়া হয়। এসময় কালিয়াকৈর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজিৈনতক, সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীতে অংশ নেয়।

পরে সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যাম, সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, সরকার মোশারফ হোসেস জয়, সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ।

অপরদিকে সকালে সফিপুরস্থ ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশ নেয়। প্রভাত ফেরি শেষে স্কুল ক্যাম্পাসে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারী, সহকারী শিক্ষক নুরুননবী, মমতাজুল ইসলাম, মমতাজ আক্তার শ্যামলী, মোঃ আনাস মিয়া প্রমুখ।


এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ