আজকের শিরোনাম :

শিবপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে পালিত হয়েছে। পুস্পস্তবক অর্পণ উপজেলা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার, মোমবাতি প্রজ্জলন, জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাত করা হয়।

পুস্পস্তবক অর্পণ করেন, স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবীর, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, জেলা বিএনপির সাধারন সম্পাদক, তোফাজ্জল হোসেন।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ছালেক রিকারদার, ভিপি তোফাজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে নাসির উদ্দিন সরকার, জাতীয় পার্টির সভাপতি এ.এস.এম. জাহাঙ্গীর পাঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র, কৃষি স¤প্রসারন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবপুর শহীদ আসদ কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, মের্সাস শিবপুর ড্রাগ হাউজ, শিবপুর মডেল থানা, এন.ডিডিবি, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, নরসিংদী পল্লী বিদুৎ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ, শিবপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন।


এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ