আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণে করণীয় শীর্ষক সভা ও বই বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও নৃ-গোষ্ঠীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।

আজ সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

পরে  নৃ-গোষ্ঠীর শিশু, পুঞ্জি ও পঞ্চায়েত প্রধান এবং  স্কুল প্রতিনিধির হাতে নৃ-গোষ্ঠীর ভাষার বর্ণমালা,  প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণির বই বিতরন করা হয়। এদের মধ্যে খাসিয়া, মণিপুরি, সাওঁতাল, গারোসহ ৩০ টি নৃ-গোষ্ঠী রয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার।

শ্রীমঙ্গলে বসবাসরত সকল নৃ-গোষ্ঠীর শিশুদের নিজ নিজ ভাষার বই পর্যায়ক্রমে বিতরন করা হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ