আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে হতদারিদ্রের মাঝে চিকিৎসা সেবার চেক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪২

সিরাজগঞ্জে ক্যান্সার ও কিডনীসহ ৬টি মারাত্মক রোগের চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপতক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতাসহ হতদারিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানে আর্থিক অনুদান প্রদান করে আসছেন। 

এরই ধারাবাহিকতায় জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ১০ জন হতদারিদ্রদের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হয়। 

তৃণমূল পর্যায়ে হতদারিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী এ পদক্ষেপ গ্রহণ করেছেন। 

অসহায় মানুষের চিকিৎসা সেবায় সহায়তা করতে নগদ অর্থ বিতরণে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-১ আ. লীগ নেতা হেলাল উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী উপ-পরিচালক মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু প্রমূখ। 

জেলায় পর্যায়ক্রমে ২৩৭ জন হতদারিদ্রদের মাঝে নগদ ৫০ টাকার চেক প্রদান করা হবে। 

এ সময় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ