আজকের শিরোনাম :

গাইবান্ধায় কৃষি মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬

মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ‘কৃষি প্রযুক্তি প্রসার, অধিক সমৃদ্ধি ও ফসলের সম্ভার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। 

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা সদরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। 

মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমূখ।

মেলায় কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি বিভাগ এবং বেসরকারি সংস্থা ও নার্সারি মালিক সমিতির ২২টি স্টল স্থান পেয়েছে। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ