আজকের শিরোনাম :

লালমনিরহাটে ভিক্ষুক পুনর্বাসনে স্থানীয় প্রশাসনের কর্মসূচি উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫

লালমনিরহাটে ৩ হাজার ১’শ ৮৫ জন ভিক্ষুককে পুনর্বাসন করতে নানামুখী কর্মসংস্থান কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নে এ পুনর্বাসন ও কর্মসংস্থান কমসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। 

এ কর্মসূচির মাধ্যমে জেলার সকল ভিক্ষকুদের পর্যায়ক্রমে পুনর্বাসন করতে তাদের কর্মসংস্থান তৈরী করে দেয়া হবে।

সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক অনিরুদ্ব কুমার রায়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিল্যান্ড শামীমা সুলতানা, সাবেক উপজেলা চেয়্রাম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ওসি ওমর ফারুক ও সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মোতাহার হোসেন ১৫ জন ভিক্ষুককে গরু, চাল ও নগদ টাকা প্রদান করে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক আবু জাফর জানান, প্রথমত সির্ন্দুনা ইউনিয়নে ১৫ জন ভিক্ষুককে গরু, চাল ও নগদ টাকা প্রদান করা হলো। তাদের দেখ ভাল করার জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। 

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ