আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ২০৮টি বাল্যবিয়ে প্রতিরোধে বিশেষ সম্মাননা পেলেন অ্যাসিল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬

সিরাজগঞ্জে ২০৮টি বাল্যবিয়ে প্রতিরোধে অসামান্য অবদান রাখায় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বিশেষ সম্মাননা পেলেন। 

এম মনসুর আলী অডিটোরিয়ামে গতকাল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিশেষ সম্মাননা দিলেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। 

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস, নারীর প্রতি সহিংসতা বন্ধে আয়োজিত নারী সমাবেশে এ সম্মাননা প্রদান করা হয়। 

এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারকে জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ ও বাল্যবিয়ে প্রতিরোধে এপস প্রস্তুতকরণেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

সিরাজগঞ্জে ২২ মাসে ২০৮টি বাল্যবিয়ে বন্ধ করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তিনি দুইবার একদিনে ৭টি বাল্যবিয়ে বন্ধ করে ইতোমধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন। 

এ অনুষ্ঠানে মালদ্বীপের অ্যাম্বাসেডর মিস আয়শা শান শাকির, ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ড. অসা টরকেলসন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ, উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট মিসেস শারিতা মিল্লাত, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/এসএম তফিজ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ