আজকের শিরোনাম :

শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকবে না : বীর বাহাদুর উশৈসিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৬

শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের দিক থেকে পার্বত্য চট্টগ্রাম আর পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলা সদরে নবনির্মিত রোয়াংছড়ি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, গীর্জা এবং স্কুলসহ প্রায় সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর দেন পার্বত্য মন্ত্রী। 

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ