আজকের শিরোনাম :

বদলগাছীতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৭

নওগাঁর বদলগাছীতে “মাদক কে না বলি খেলার মাঠে ফিরে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকের ৪টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলা অনুষ্ঠিত হয়। দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে যুবসমাজের কাছে নতুন করে জনপ্রিয় করার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির। 

বিষেশ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পিন্টু, উপজেলা সমাজসেবা অফিসের মাঠ কর্মকর্তা রজত গোসামী প্রমূখ। 

গত ৬ ফ্রেরুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে চূড়ান্ত খেলায় উপজেলা ৪টি স্কুলের কাবাডি মেয়ে দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় উপজেলা বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় ও ঢেকরা উচ্চবিদ্যালয় বালুভরা দলকে হারিয়ে ঢেকরা কাবাডি দল বিজয়ী হয়। ছেলে কাবাডি দল দৌলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয় কাবাডি দল ও মিঠাপুর উচ্চবিদ্যালয় কাবাডি দল অংশগ্রহণ করে। 

দৌলিয়া কাবাডি দলকে হারিয়ে মিঠাপুর কাবাডি দল বিজয়ী হয়। পরে বিজয়ী ২টি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম 


 

এই বিভাগের আরো সংবাদ