আজকের শিরোনাম :

বেড়ায় প্রতিবন্ধী ভাতার কার্ড থেকে বঞ্চিত সলেমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫

বিকলাঙ্গ নিয়ে জন্ম নেওয়া পাবনার সলেমান আজও প্রতিবন্ধী ভাতার কার্ড পায়নি, বাবা মায়ের অমতেই বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি।

পাবনার বেড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড়শিলা মহল্লার পূর্বপাড়ার আজম মোল্লার ছেলে সলেমান জন্ম থেকেই প্রতিবন্ধী। সে সঠিকভাবে চলতে ও কথা বলতে পারে না। দিনমজুর পিতার সামান্য আয় দিয়ে জীবিকা নির্বাহ দিনে দিনে কষ্টসাধ্য হয়ে পড়ছে। তেইশ বছরের যুবক হলেও সে কোন কাজ কর্ম করতে পারে না। দিনমজুর পিতার ঘরে প্রতিবন্ধী সন্তান যেন ’মরার ওপর খাঁড়ার ঘা’।

প্রতিবন্ধী সন্তানকে দারিদ্র পিতা-মাতা ভিক্ষাবৃত্তির মত ঘৃণ্য পেশায় পাঠাতে আগ্রহী না হলেও অভাবের তারণায় আয়ের একমাত্র পথ ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে নেমে পড়ে, প্রতিবন্ধী সন্তান হাত বাড়ায় ভিক্ষের জন্য।

গ্রামে গঞ্জে প্রতিবন্ধী ভাতা প্রদান করে সরকার প্রতিবন্ধীদের পুনর্বাসন করার ঐকান্তিক চেষ্টা চালিয়ে গেলেও আজও সলেমানদের মত অনেক প্রতিবন্ধী সরকারের প্রদেয় সুবিধা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেনা। প্রতিবন্ধীদের প্রতি সরকারের গৃহিত সাহায্য সহানুভূতি থেকে বঞ্চিত হতভাগ্য প্রতিবন্ধীরা ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ছে। 

সমাজে অবহেলা আর করুণার পাত্র হয়ে সারাজীবন কাটাতে হবে সলেমানদের মত হতভাগ্য প্রতিবন্ধীদের।

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ