আজকের শিরোনাম :

হোসেনপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রন্থাগার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪

'একটি গ্রাম, একটি গ্রন্থাগার' স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হোসেনপুরে নান্দানিয়া গ্রামে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে 'বারিক-মনোয়ারা গ্রন্থাগার' উদ্বোধন করা হয়। গতকাল সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক ববদরুল আলম নানাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন।

গ্রন্থাগারের উদ্যোক্তা আমেনা খাতুন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক কবি শাহ আলম বিল্লালের সঞ্চালনায় বক্তব্য রাখেন-হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক মাহবুবুল আলম, সমাজসেবক আব্দুল বারিক, আমেনা খাতুন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ফারুক আহমেদ, দি ইউনাইটেড স্কুলের সহকারি শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান।অনান্যের মাঝে উপস্থিত ছিলেন দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের কর্মী জাহিদুর রহমান, সীমান্ত পোদ্দার, মোস্তাফিজুর রহমান রাব্বুল, রাকিবুল আলম সিয়াম, আকিব আহমেদ শুভ, আমানুল হোসেন চন্দন প্রমূখ। এসময় 'বারিক-মনোয়ারা গ্রন্থাগার'কে ৫০টি বই উপহার দেয়া হয়।
 

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ