আজকের শিরোনাম :

উলিপুরে ইলেক্ট্রনিক্স ডিভাইসে নকল করায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল করে পরীক্ষা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্র সচিব মো: কহিদুর রহমান জানান, গোড়াই রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশফিকা রেজওয়ানা ইষা পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময় বোরকা ও হিজাবের ভেতরে ইলেক্ট্রনিক্স ডিভাইস লুকিয়ে নকল করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষার হল পরিদর্শনের সময়ে আশফিকা রেজওয়ানাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করেন এবং সে স্বীকার করে। পরে ইলেক্ট্রনিক্স ডিভাইসটি উদ্ধার করা হয়। তবে ডিভাইসটির মূল অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাদের বলেন, প্রত্যন্ত গ্রামে এমন আধুনিক যন্ত্র ব্যবহার করে নকল করা দেখে হতবাক হয়েছি। এ ঘটনার পর কেন্দ্রটিতে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ উঠেছে মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের মহা উৎসব চলছে।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ