আজকের শিরোনাম :

খানসামায় বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৪

'জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কমপ্লেক্স হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল হাকিম, চীফ ইনস্ট্রাক্টর নিমাই কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা শাহ। 

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সংগঠন প্রতিনিধি, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ অংশ নেন।

সেমিনারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। 

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ