আজকের শিরোনাম :

ভারতে আটকে থাকা ৮ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২০

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে কারাগারে আটক ৮ বাংলাদেশি যুবককে ৪ বছর পর বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়। 

বেনাপোল ইমিগ্রেশনের ইনচার্জ আহসান হাবীব জানান, চার বছর আগে যুবকরা বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার পর ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিহারের ধারভাঙ্গা জেলা কারাগারেব প্রেরণ করে। পরে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। 

ফেরতকৃতরা বাংলাদেশের, নোয়াখালী, চাঁদপুর ও ফেনী জেলার বাসিন্দা ।

ফেরতকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

থানা থেকে তাদেরকে আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

এবিএন/মো. আয়ুব হোসেন/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ