আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকসেবন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনামূলক মতবিনিময় সভা করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।

মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর প্রর্যন্ত, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ্য ডিগ্রী কলেজ ও চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পৃথকভাবে এই মতবিনিময় সভা করেন ফুলবাড়ী থানা পুলিশ।

চাঁদপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সচেতনতামূলক মতবিনিময় সভায়, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর সেকেন্দার আলী আকন্দ দুলালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মীঞা আশিষ বীন হাসান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাকেন ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম। 

এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাছান, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ফুলবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব) অবিনাশ চন্দ্র মন্ডল, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ প্রমূখ।

এর পূর্বে সকাল ১০টায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থানার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

এবিএন/মো. আফজাল হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ