আজকের শিরোনাম :

কালিয়াকৈরে বাল্য বিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আয়োজনে বাল্য বিবাহ, যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে পৌরসভা ভবনের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুল আমিন, বিশেষ অতিথি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ সামসুল আলম সরকার প্রমুখ।

এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ইমাম, কাজী, পুরহিত ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ