আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মাটি বহনের ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় মাটি বহনকারি ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়ছে। এছাড়া এর প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও সংশ্লিষ্ট থানায় মাটি কর্তনকারীদের নামে একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কতিপয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ড্রাম ট্রাক দিয়ে একাধিক ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিলো। এতে এলাকার ডুমরাই, রুদ্রপুর ও লক্ষিকোলাসহ বিভিন্ন গ্রামের পাঁকা-কাঁচা রাস্তা দিয়ে মাটি বহনকারি ড্রাম ট্রাক চলাচলা করায় ধুলা বালিতে বায়ু দূষিত হচ্ছে। অপরদিকে দিন রাত ধরে নম্বর বিহীন ড্রাম ট্রাক চলা চলে একদিকে যেমন রাস্তা গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে স্কুল কলেজ গামী শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে।

এদিকে অবৈধ মাটির ড্রাম ট্রাক বন্ধের দাবিতে রোববার দুপুরের ডুৃমরাই বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে অভিযুক্ত মাটি ব্যবসায়িরা মানববন্ধন কর্মসূচীতে বাধা দেয় এবং রুবেল খান, লিয়াকত আলী ও শামীম হোসেনকে প্রাণ নাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ