আজকের শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭

ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ কমপক্ষে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকালে সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে হাসকিং মিলে এ ঘটনা ঘটে।

নিহত সলেমান আলী (৫০) রাজাগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। দগ্ধরা হলেন, মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০),মনতাজ রহমান (৫৫),বাদল(২৮), মিল মালিক রুহুল আমিন(৬৫),তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮),পথচারী আরিফ (১৫),আলম ( ৪৫),আরফিনা (১৬)।

পুলিশ জানায়,সকালে চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাসকিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিল। ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিল। হঠাৎ মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে নিহত হয় সলেমান আলী। পরে এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিনা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ