আজকের শিরোনাম :

কুমিল্লায় পুকুরে বিষ প্রয়োগে মৎস্য নিধণের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

কুমিল্লায় ১৮০শতক এরিয়াজুড়ে পুকুরে বিষ প্রয়োগে মৎস্য নিধণের অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকার তানভীর মৎস্য খামারে এ বিষপ্রয়োগের ঘটনা ঘটে।

মৎস্য খামারী আলমগীর হোসেন জানান, সকালে পুকুরের মাছগুলো মরে ভেষে উঠতে দেখে লোকজন তাকে খবর দেয়া হয়। পরে এসে সে মাছগুলো মরে ভেষে আছে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় পুকুর থেকে মাছের সাথে দুটি কিটনাশকের শিশি উদ্ধার করা হয়। তার দাবি পুকুরে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাছ বিষপ্রয়োগে নিধন করা হয়েছে। তবে, কে বা কারা এ বিষপ্রয়োগ করেছে তা বলতে পারছে না খামারী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।


এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ