আজকের শিরোনাম :

তাড়াইলে ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর বেলংকা গ্রামে জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ময়দানে আজ শুক্রবার থেকে ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু হয়েছে।

জানা গেছে, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এর আয়োজনে ১৪তম ইসলাহী ইজতেমা শুক্রবার  জুম্মার  বয়ানের মধ্যে দিয়ে শুরু হওয়া এই ইসলাহী ইজতেমা আগামী রবিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

ইসলাহী ইজতেমায় শুক্রবার জুম্মার বয়ান ও ইমামতি করেন, মাদরাসায়ে ইসলামীয়া আরাবিয়া জামে মসজিদ আমরুহা, ভারত হইতে আগত হযরত মাওলানা মুফতী আফফান মনসুরপরী,  দৌহিত্র শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানী(রহ.) । এছাড়াও উক্ত ইসলাহী ইজতেমা চলাকালীন সময়ে বয়ান রাখবেন, আওলাদে রাসুল ফিদায়ে মিল্লাত হযরত সায়্যিদ আস'আদ মাদানী রহ.এর কনিষ্ঠ ছাহেবজাদা হযরত মাওলানা মুফতী মওদুদ মাদানী ( দেওবন্দ)।

ইংল্যান্ড হইতে আগত হযরত মাওলানা ইমাম ক্বাসিম রশিদ আহম্মদ, চেয়ারম্যান আল- খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভি, বংশধর ক্বাসিম নানতভী( রহ.) ।
ইসলাহী ইজতেমায় আগামী রবিবার সকালে আখেরী মুনাজাত পরিচালনা করবেন সায়্যিদ আস 'আদ মাদানী রহ.এর অন্যতম খলিফা ইজতেমা আয়োজক কমিটির চেয়ারম্যান ও কিশোরগঞ্জ ঐতিহাসিক  শোলাকিয়া ঈদগাহ মাঠের গ্র্যান্ড ইমাম ও খতিব পীরে কামেল আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.।

ইসলাহী ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়ক মাওলানা সাঈদ নিজামী বলেন, আমরা আশা করছি ৩ দিনব্যাপী চলমান ইসলাহী  ইজতেমায় বিদেশী মেহমানসহ দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের সমগম ঘটবে ।তিনি আরো বলেন ইসলাহী ইজতেমার সমাপনী দিন আগামী রবিবার সকাল আনুমানিক ১১ টার দিকে আখেরী মুনাজত অনুষ্ঠিত হবে ।ওইদিন ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আখেরী মুনাজাতে অংশ গ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান  জানান, ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তাড়াইল থানার পুলিশসহ জেলা থেকে র‌্যাব, ডিবি, পুলিশ সদস্যরা ইসলাহী ইজতেমা স্থলসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।
 
এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ