আজকের শিরোনাম :

কচুয়ায় সচেতনতা বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১

জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই। এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ অডিটরিয়ামে গতকাল বুধবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থয়ানে ও তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিখিত বক্তব্যে জানান, জনবলের অভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়েছে। সেসব দেশ অন্যদেশ হতে জনশক্তি নিয়ে তাদের অর্থনীতিকে সচল রাখছে। এ সুযোগ কাজে লাগিয়ে ১৯৭৬ সাল হতে বাংলাদেশ বিদেশে জনশক্তি প্রেরণ শুরু করে। বর্তমান বিশ্বের ১৭৩ দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে ১ লাখ ৬০ হাজার কোটি টাকার অধিক দেশে পাঠায়। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

সেই গতিকে আরো বাড়াতে সরকার দেশের ৪৯২ টি উপজেলা থেকে প্রতিবছর ৪ লাখ ৯২ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে বিদেশে পাঠানোর জন্য। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। 

এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/শুভংকর দাস/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ