আজকের শিরোনাম :

কলাপাড়ায় ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রলি নদীতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১

পটুুয়াখালীর কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নে সন্ধ্যার পরে পূর্ব মধুখালী সাপুরিয়া খালের ওপর চলাচলের  অনুপোযোগী আয়রণ ব্রিজটি দিয়ে মালবাহী ট্রলি পারাপারের সময় সেতুটি ভেঙ্গে খালে পরে গেলে আনিচ প্যাদা নামের এক শ্রমিক নিখোঁজসহ ট্রলিতে থাকা আরো তিনজন নদীতে পড়ে আহত হয়। 

স্থানীয়রা জানান, আহত শাহিন হাওলাদার, ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার ও সেলিম গাজী এদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। ট্রলি চালক মোজাম্মেল হাওলাদারের অবস্থা আশংখাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতক্ষদর্শীরা জানান, স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ টলিটি ঝুঁকিপূর্ণ ব্রিজে মালামাল পারাপার করতে বাধ্য করেন।

স্থানীয়দের নিষেধ অমান্য করে টলি পারাপার করলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আনিস প্যাদা ওই ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে। 

মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, সন্ধ্যায় বালু বোঝাই ট্রলিটি চলাচলের অনুপোযোগী সেতুটি পারাপারের চেষ্টা কালে এ দুর্ঘটনা ঘটে। 

কলাপাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার চেষ্টা করলেও বরিশাল থেকে ডুবুরিদল এসে এখনও পৌঁছায়নি। নিখোঁজ শ্রমিককে জীবিত অথবা মৃত উদ্ধার চেষ্টা অব্যহত আছে।

এবিএন/জিল্লুর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ