আজকের শিরোনাম :

গোপালপুরে বারি-১৫ সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৩

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বারি-১৫ জাতের সরিষা প্রদশর্নীর মাঠ দিবস গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার পৌরশহরের ডুবাইল পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবদুর রাজ্জাক।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল মালেক, মোহাম্মদ হামিদুল হক ও মো. আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মো. আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিক আলী, ডুবাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসাইন, প্রর্দশনী প্লটের সরিষা চাষি তারা মিয়া, তুলা মিয়া ও আবদুল খালেক প্রমূখ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ শতাধিক কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এবিএন/এ কিউ রাসেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ