আজকের শিরোনাম :

তাড়াইলে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাধক চেড়ে খেলতে চল " এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।

 জানা গেছে,আজ শনিবার বিকেলে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহব্বায়ক জননন্দিত নেতা মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন এর স্বরণে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ২০২০ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগীতায় ও তাড়াইল উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো.তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, কিশোরগঞ্জ-৩ ( তাড়াইল - করিমগঞ্জ)  আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এড.মুজিবুল হক চুন্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূইয়া শাহিন,সিইও ব্যবস্থাপনা পরিচালক ( খান ব্রাদার্স গ্রুপ) তোফায়েল কবির খান রবিন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান, তাড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.নাজমুল হক আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন লাকী।

এছাড়াও অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও তাড়াইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.ফারুক আহম্মেদ, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একে এস জামান সম্রাট, উপজেলা জাতীয় যুব সমাজের সাবেক সভাপতি মো.শাহ আলম সিদ্দিকী, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো.জহিরুল ইসলাম জীবন,  ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান মবিন,তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো.হাবিবুর রহমান সজল প্রমুখ।

তাড়াইল একাডেমি বনাম ভূইয়া একাডেমির অংশ গ্রহণে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ভূইয়া একাডেমিকে ২-০ গোলে হারিয়ে তাড়াইল একাডেমি বিজয়ী হয়।খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ পুরস্কার তোলে দেন।

সম্প্রতি তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূইয়া শাহিন, ভাইস চেয়ারম্যান মো.নাজমুল হক আকন্দ ও তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমানের সমন্বয়ে যার যার অবস্থান থেকে  মাদকবিরোধী জনসচেতনতামূলক সেমিনার, ব্যতিক্রমী ক্লাস, জুম্মার দিন মসজিদে মসজিদে বয়ান, মাদকবিরোধী পথসভা চালিয়ে যাচ্ছেন তাড়াইল উপজেলাকে মাদকমুক্ত করার জন্য।

 তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান বলেন, তাড়াইল উপজেলাকে মাদক মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের সাথে কোনো আপোস নয়।আগামী ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তাড়াইল  উপজেলাকে মাদক মুক্ত ঘোষণা করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ