আজকের শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে নদী দখলকারীর সংখ্যা সর্বনিম্ন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর একটি সম্ভাবনাময় বন্দর। বন্দরটি ২০০১ সাল থেকে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। সরকারি বিনিয়োগের মাধ্যমে এ বন্দরকে অন্যতম স্থলবন্দরে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সহজে মালামাল পরিবহনের লক্ষ্যে ১২ কিলোমিটার রেলপথ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘১০ম চাঁপাই উৎসব’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসী নদীকে ভালবাসেন, নদীর প্রতি তাদের দায়িত্ববোধ অনেক, নদী রক্ষায় তারা সচেতন। নদী দখলকারীর তালিকায় তাদের সংখ্যা সীমিত ও সর্বনিম্ন। এটা আনন্দের বিষয়। মুজিববর্ষে ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রেখে নিজেদের বন্ধনকে আরো শক্তিশালী করতে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীদের প্রতি আহ্বান জানান।

সমিতির সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. উজির আলী ও সাবেক সভাপতি প্রকৌশলী মাহতাব উদ্দিন।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ