আজকের শিরোনাম :

পীরগঞ্জে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর শহরের হঠাৎপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, পৌর শহরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ভ্যানচালক লতিফ ওরফে ফুটারু মোহাম্মদের বাড়িতে বৈদ্যুতিক শর্টসাার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

এ সময় আগুনে পুড়ে লতিফ, শাহিন, আনোয়ার ও শাহাজানের চারটি ঘর, নগদ টাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থরা সকলেই দিনমজুর ও ভ্যানচালক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিশর্দন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবার, কম্বল ও  ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ