আজকের শিরোনাম :

দুই সমিতির দ্বন্ধে

ঢাকা শাহজাদপুর পাবনা রুটে বাস চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১৭:০৭

সিরাজগঞ্জ, ০৩ জুলাই, এবিনিউজ : সিরাজগঞ্জ বাস, কোচ মালিক সমিতি ও শাহজাদপুর পরিবহন মালিক গ্রুপের দ্বন্ধের জেরে ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ও পাবনার উদ্দেশে কোনো বাস চলাচল করছে না। একইসঙ্গে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও বাস চলাচল করছে না। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, রমজান মাসের শুরু থেকে রাজশাহী রুটে চেইন ছাড়াই দু'টি বাস ছাড়ে শাহজাদপুর মালিক সমিতি। ঈদের আগে এ বিষয়টি মেনে নেয়া হয়েছিল। ঈদ পার হওয়ার পর তারা আরও কয়েকটি গাড়ি দেয় ওই রুটে। এ নিয়ে দুই সমিতির দ্বন্দ্বের জেরে ধরে দু'দিন আগে জেনিন পরিবহন নামে একটি বাস আটকে রেখেছে শাহজাদপুর মালিক সমিতি।

এসব প্রতিবাদে শাহজাদপুরে রুটে কোনো বাস চলাচল করতে দিচ্ছি না। তাদের বাসও চলাচল করতে দেয়া হচ্ছে না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুই সমিতির দ্বন্দ্বের কারণে শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে। একইসঙ্গে পাবনার সঙ্গে ঢাকা-বগুড়ার বাস চলাচলও করতে দেয়া হচ্ছে না। এতে যাত্রীরা দূর্ভোগের শিকার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

এবিএন/ এস,এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ