আজকের শিরোনাম :

বিজয়নগরে লোকাল বাস দুর্ঘটনায় আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১৩:৪৯ | আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৪:৪৬

বিজয়নগর, ০৩ জুলাই, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার ঢাক-সিলেট মহা-সড়কে লোকাল বাস চালকদের প্রতিযোগিতায় বাস দূর্ঘটনায় অন্তত্য ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১.১০ মিনিটের সময় উপজেলার বুধন্তী এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোশে ছেড়ে আসা দুই লোকাল বাস বুধন্তী এলাকায় আসা মাত্রই কার আগে কে সামনে যাবে এ নিয়ে প্রতিযোগিতা শুরু করে। প্রতিযোগিতার এক পর্যায় একটি লোকাল বাস রাস্তার পাশে পড়ে যায়। এতে করে সাধারণ বাস যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে। 

পুলিশ খবর পেয়ে ঘটনারস্থলে পৌছে আহতদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠায়। গুরুতর ভাবে আহত হয়েছেন মন রানী সূত্রধর (১৭) সে বুধন্তী এলাকার রমনী সূত্রধরে মেয়ে, তৌহিদ মিয়া (২৫) সেও বুধন্তী গ্রামের বোরহান মিয়ার ছেলে, জুনায়েদ মিয়া (২৪) সে কেনা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর দেখে  তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতলে প্রেরন করা হয়েছে। এদিকে একটি লোকাল বাসকে আটক করেছেন পুলিশ। 

ইসলামপুর পুলিশ ফাঁড়ির   ইনচার্জ ( ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ