আজকের শিরোনাম :

দিনাজপুরে যান্ত্রিক চারা রোপনে মাঠ প্রদর্শনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১৩:৩১

বাণিজ্যিক ভিত্তিতে যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প খরচে ধান চাষে দিনাজপুরে যান্ত্রিককরণ পদ্ধতি “যান্ত্রিক চারা রোপন মাঠ প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের বিরল উপজেলার চকের হাটে গতকাল মঙ্গলবার “যান্ত্রিক চারা রোপন মাঠ প্রদর্শনী” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহা-পরিচালক এবং অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম। 

আদর্শ কৃষক মতিউর রহমানের একশ ২০ একর জমিতে যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প খরচে ধান চাষে চারা রোপন মাঠ প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল মামুম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসির যুগ্ম পরিচালক মো. করিরুল হাসান, যুগ্ম পরিচালক মো. মোশাব্বের হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওয়াজেদ আলী, উপ-পরিচালক তৌহিদুল ইকবাল, এগ্রিপ্লাস লিমিটেডের পরিচালক সর্দার আলী মর্তুজাসহ অন্যরা।

আলোচনা শেষে অতিথিবৃন্দ “যান্ত্রিক চারা রোপন মাঠ প্রদর্শনী” পর্যবেক্ষণ করেন।

এবিএন/শাহ্ আলম/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ