আজকের শিরোনাম :

ধামইরহাটে নারী ও শিশু পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১৩:২১

নওগাঁর ধামইরহাটে নারী ও শিশু পাচার ও মাদকদ্রব্য চোরাচালানের কুফল এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের ফলাফল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বীরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমপুর ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান। 

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্র্বাহী অফিসার গনপতি রায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাসান সরদার, আগ্রাদ্বিগুণ কোম্পানী কমান্ডার নুরুল আমিন, বস্তাবর বিওপি কমান্ডার মো. আনোয়ার হোসেন প্রমূখ। 

মতবিনিময় সভায় সীমান্তবর্তী এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

এবিএন/আব্দুল্লাহ হেল বাকী/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ