আজকের শিরোনাম :

শৈলকুপায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১৮:৩২

“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শৈলকুপা থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

অনুষ্ঠানে ত্রিবেনী ইউপি চেয়ারম্যান জহুরুল হক খান, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, কাচেরকোল ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, নিত্যানন্দনপুর ইউপি চেয়ারম্যান ফারুক বিশ^াস,সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুনসহ সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছ্ড়াা সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম হোসেন মোল্যাসহ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উপস্থিত হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত পুলিশী সেবা গ্রহণকারী সাধারণ জনতা তাদের মতামত ব্যক্ত ও অভিযোগ তুলে ধরেন।


এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ