আজকের শিরোনাম :

দৌলতপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কংক্রিটের পাইলিংয়ে অনিয়ম!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ১৮:৫১

দৌলতপুর (কুষ্টিয়া), ০২ জুলাই, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য কংক্রিটের পাইলিংয়ে নিম্নমানের রড ব্যবহার ও কাজের মান খারাপ হওয়ায় পাইলিং বসানোর সময় সকল পাইলিং ফাটল দেখা দিয়েছে এবং অধিকাংশ পাইলিং এর একাংশ ভেঙ্গে গেছে। সাধারণ মুক্তিযোদ্ধারা এ ব্যাপারে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এক কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা সদরে তিন তলা এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে।

সাধারণ মুক্তিযোদ্ধারা জানান, এ কাজের ঠিকাদার চুয়াডাঙ্গার মোঃ জাকাউল্লাহ কাজ পাবার পর দৌলতপুর আসনের এমপির স্বজনদের নিকট তা বিক্রি করে দেয়। এমপি‘র স্বজনরা থানা প্রকৌশলী জিল্লুর রহমানের সহযোগীতায় অত্যান্ত নিম্নমানের গ্রেড বিহীন রড দিয়ে রাতের আধারে ৭০ টি পাইলিং এর কাজ শেষ করে। 

গত কয়েকদিনে ঐ পাইলিং স্থাপন করার সময় বেশীর ভাগ পাইলিং এর উপরের অংশ ভেঙ্গে গেছে এবং ফেটে গেছে। ফলে ঐ কমপ্লেক্সের ক্রটিপুর্ণ নির্মাণ কাজ নিয়ে মুক্তিযোদ্ধারা শঙ্কিত হয়ে পড়েছেন। সংশ্লিষ্টরা জানায়, প্রতিটি কংক্রিটের পাইলিং পরীক্ষা করলে আরো অনিয়ম বেরিয়ে আসবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জিল্লুর রহমান জানান, কোন অনিয়ম হয়নি। তবে ঠিকাদাররা কাজে ১৯/২০ করে থাকেন বলে জানিয়েছেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বরত মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক শারমীন আকতার জানান, এ বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/জহুরুল হক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ