আজকের শিরোনাম :

শেখ হাসিনা তৃণমূলের উন্নতি করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন : এমপি হাবিবর রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ২০:০০

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, তৃণমূলের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। একারনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের মানুষদের উন্নতি করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছেন। এই সব প্রকল্প বাস্তবায়ন হলে এদেশে অল্প সময়ের মধ্যে উন্নত এদেশে পরিনত হবে।
    
আজ সোমবার বিকেলে বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামবাসীর উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে দুই দিন ব্যাপি ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতা নাজিরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, দপ্তর সম্পাদক বাহাদুর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার,

পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আল-আমিন তরফদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা রিমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা প্রমূখ।
 

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ