আজকের শিরোনাম :

পাবনায় ত্রিমূখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১৬:২৭

উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত পাবনার বেড়ায় কাজিরহাট (ঢালার চর)-আরিচা-দৌলদিয়া ত্রিমূখী পদ্মা সেতুর দাবিতে আজ সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বেড়া সিএন্ড বি থেকে কাশিনাথপুর হয়ে আমিনপুর, আমিনপুর থেকে বাধের হাট হয়ে কাজিরহাট পর্যন্ত এক দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

কাজিরহাট পাবনা, কাজিরহাট (ঢালার চর)-বগুড়া জাতীয় মহাসড়কের স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তাদের প্রাণের দাবি বাস্তবয়নের লক্ষ্যে শীতের তীব্রতাকে উপেক্ষা করে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালনে অংশগ্রহণ করে। 

জেলার জনমানবের দীর্ঘদিনের প্রত্যাশা দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে এ মানববন্ধনে জেলার ঈশ্বরদী থেকে দাশুরিয়া, দাশুরিয়া থেকে টেবুনিয়া, টেবুনিয়া থেকে পাবনা, পাবনা থেকে আতাইকুলা-চিনাখরা হয়ে কাশিনাথপুর, কাশিনাথপুর আমিনপুর হয়ে কাজিরহাট পর্যন্ত এবং টেবুনিয়া হয়ে আটঘরিয়া, আটঘরিয়া হয়ে চাটমোহর নতুন বাজার হয়ে ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া বাইপাস হয়ে ফরিদপুর বাইপাস, ফরিদপুর বাইপাস হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী, বাঘাবাড়ী থেকে বেড়ার সিএন্ডবি হয়ে কাশিনাথপুর হয়ে কাজিরহাট এবং সাঁথিয়ার মাধপুর হয়ে সাঁথিয়া সদর হয়ে বেড়া সিএন্ডবি, সুজানগর থেকে চিনাখরা হয়ে কাশিনাথপুর হয়ে কাজিরহাট এবং সুজানগর থেকে নাজিরগঞ্জ হয়ে বাঁধের হাট হয়ে কাজিরহাট মহাসড়কে লাখ লাখ মানুষ তাদের দাবি আদায়ে স্বরণাতীত এ মানববন্ধন করেন।
                                       
এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ